ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়িতে রথযাত্রা উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়িতে রথযাত্রা উদযাপন খাগড়াছড়িতে রথযাত্রা উদযাপন

খাগড়াছড়ি: নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হচ্ছে। দিনটি ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (১৪ জুলাই) বিকেলে ইসকন-এর উদ্যোগে খাগড়াছড়ি শহরে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তিনটি সুসজ্জিত রথে করে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মূর্তি বসিয়ে শহর প্রদক্ষিণ করানো হয়।

জেলার সনাতন ধর্মপ্রাণ পাহাড়ি বাঙালিরা রথযাত্রায় অংশ নেন।
 
শোভাযাত্রা শুরুর আগে এক ধর্মীয় সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়া সরকারি, বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
শাপলা চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে চেঙ্গী স্কয়ার প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এছাড়া জগন্নাথ মন্দির ও রাধামাধব মন্দির থেকেও রথযাত্রা বের করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।