ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আ’লীগ ক্ষমতায় এলে প্রতিটি গ্রাম হবে শহর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
আ’লীগ ক্ষমতায় এলে প্রতিটি গ্রাম হবে শহর পাবনায় জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

পাবনা থেকে: আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রতিটি গ্রামে শহর-নগরের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৪ জুলাই) বিকেলে পাবনা পুলিশ লাইন্স মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সবার কাছে ভোট চেয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।

সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা বলেন, ডিসেম্বরের ইলেকশনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন, আমরা প্রতিটি গ্রামকে নগর-শহরে উন্নীত করে দেবো।

গ্রামে বসেই প্রতিটি গ্রামের মানুষ পাবে নগরের আধুনিক সুযোগ-সুবিধা।

‘নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দেবেন। আমরা ওয়াদা পূরণ করি, আগামীতেও করবো,’ বলেন তিনি।  

স্থানীয় জনগণের দোয়া- আশীর্বাদ  প্রত্যাশা করে ভোটারদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, হাত তুলে দেখান, আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।

আরো পড়ুন>>
** 
আতঙ্কিত হওয়ার কিছু নেই
** রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ২য় ইউনিটের কংক্রিট ঢালাই শুরু
** রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ শুরু শনিবার

‌এ সময় মাঠে উপস্থিত হাজার হাজার মানুষ হাত তুলে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

বঙ্গবন্ধু কন্যা বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি বাবা-মা, ভাই সব হারিয়েছি। স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে শুধু একটা উদ্দেশ্যে ফিরে এসেছি। সেটা এদেশের, এদেশের মানুষের সেবা করার জন্য।  

সভায় ভাষণ দেওয়ার আগে রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ছবি: পিআইডিমহাজোট ও চার দলীয় জোট আমলের তুলনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি বলেন, আওয়ামী লীগ চায় জনগণের কল্যাণ, আওয়ামী লীগ চায় দেশের কল্যাণ। আমরা ক্ষমতায় এলে মানুষের কল্যাণে কাজ করি।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের কাজই হলো লুটপাট, দুর্নীতি, হত্যা, ধর্ষণ ও সন্ত্রাস-জঙ্গিবাদ।  

গত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই আমরা সরকার গঠন করে আপনাদের জন্য কাজ করতে পারছি। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।

মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ বিষয়ে সবাইকে সচেতন করে শেখ হাসিনা বলেন, মাদক একটা পরিবার-সমাজকে ধ্বংস করে দেয়। সন্ত্রাস-জঙ্গিবাদ একটা দেশ, একটা সমাজ, একটা পরিবারকে ধ্বংস করে দেয়।

‘ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাস জঙ্গিবাদের স্থান নেই। ’ 

সন্তানদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখার নির্দেশনা দিয়ে বাবা-মা, অভিভাবক, শিক্ষক, ইমাম সবার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, সবাই সর্তক থাকুন। সন্তান কোথায় যায়, কি করে খোঁজ রাখবেন। সবাই এক হয়ে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করুন।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রমুখ।

জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী পাবনায় ৩১টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর মধ্যে ঈশ্বরদী থেকে মাঝগ্রাম হয়ে পাবনা পর্যন্ত রেলওয়ে সেকশনে ট্রেন চলাচল; পাবনা মেডিকেল কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস; ঈশ্বরদী থানা ভবন; জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স; সুজানগর উপজেলার নাজিরগঞ্জ, আটঘরিয়া উপজেলার মাঝপাড়া, ঈশ্বরদী উপজেলার পাকশী, সলিমপুর, লক্ষীকুন্ডা, সাঁড়া, পাবনা সদর উপজেলার চরতারাপুর এবং চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন ভূমি অফিস; ফরিদপুর উপজেলায় বড়াল নদীর উপর নারায়ণপুর সেতু; ভাঙ্গুড়া উপজেলায় গোমানী নদীর উপর নৌবাড়িয়া সেতু; ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স; চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স; পাবনা সিটি কলেজের একাডেমিক ভবন; আটঘরিয়ার দেবত্তোর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন; খিদিরপুর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন; চাটমোহর মহিলা কলেজের একাডেমিক ভবন; সুজানগরের বোনকোলা স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন; সুজানগর মহিলা কলেজের একাডেমিক ভবন; সাঁথিয়ার শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের একাডেমিক ভবন; ঈশ্বরদী মহিলা কলেজের একাডেমিক ভবন; সরকারি এডওয়ার্ড কলেজের প্রশাসনিক ভবন; আটঘরিয়ার ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের একাডেমিক ভবন; আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; চাটমোহর উপজেলায় গোমানী নদীর উপর ‘নিমাইচড়া সেতু; চাটমোহর উপজেলায় কাটাখাল সেতু; চাটমোহর উপজেলায় আত্রাই নদীর উপর আত্রাই সেতু; সুজানগর উপজেলায় ধোলাইখাল সেতু; ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী, আটঘরিয়া, সাঁথিয়া, সুজানগর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেন।  

এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সিগন্যালিং-সহ রেললাইন নির্মাণ; জেলা সদরে ১০০০ আসনের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল; সুজানগর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র; আটঘরিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন; চাটমোহর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ভবন; বেড়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ভবন; সুজানগর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ভবন; জেলা রেজিস্ট্রার অফিস ভবন; পুলিশ লাইনস মহিলা পুলিশ ব্যারাক ভবন; সুজানগর উপজেলায় সাগরকান্দি ইউনিয়ন ও আটঘরিয়া উপজেলায় হাদল ইউনিয়ন ভূমি অফিস; পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল; জেলা শিল্পকলা একাডেমি; সাঁথিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ; আদর্শ মহিলা কলেজ, পাবনার একাডেমিক ভবন; সাঁথিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন; বেড়া পৌরসভায় উচ্চ জলাধার ও পানি শোধনাগার নির্মাণ; সাঁথিয়া পৌরসভায় উচ্চ জলাধার নির্মাণ; ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮/আপডেট: ২০১৩ ঘণ্টা
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।