ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে রিকশাচালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
খিলগাঁওয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে রিকশাচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে সোহরাব হোসেন (৩৬) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সোহরাব ময়মনসিংহের তারাকান্দা থানার শিমুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

তিনি খিলগাঁও গোড়ান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

মৃতের স্ত্রী সাবিনা বাংলানিউজকে জানান, শুক্রবার (১৩ জুলাই) রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তিনি (সোহরাব) তাকে মারধর করেন এবং রাগ করে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad