ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মালিবাগে লিফটের চাপায় ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
মালিবাগে লিফটের চাপায় ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ঢাকা: রাজধানীর মালিবাগে নির্মাণাধীন বহুতল ভবনে লিফটে চাপায় সৌরভ (১৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুলাই) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় সৌরভকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সৌরভ লক্ষ্মীপুর জেলার হেলাল উদ্দিনের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনের ইলেকট্রিশিয়ান ও সেখানেই থাকতেন।

ভবনের সুপারভাইজার আব্দুল কাদের বাংলানিউজকে জানান, মালিবাগের শাহী মসজিদের পাশে নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্ট 'কাজী নিবাস' নামক নয়তলা ভবনের পাঁচ তলায় নতুন লিফটের কাজ করছিলেন সৌরভ। এ সময় সৌরভ লিফটে চাপা পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়না তদন্তে জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।