ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ৬শ বছরের পুরনো শিবমন্দিরে রথযাত্রা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
বাগেরহাটে ৬শ বছরের পুরনো শিবমন্দিরে রথযাত্রা উৎসব বাগেরহাটে রথযাত্রা উৎসব

বাগেরহাট: নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীরাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

উৎসবটি উপলক্ষে শনিবার (১৪ জুলাই) দুপুরে কচুয়া উপজেলার শীবপুর ৬শ বছরের পুরনো শিবমন্দিরে হাজার হাজার ভক্তারা জড়ো হয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটানে অংশ নেন।

এর আগে রথযাত্রা উৎসবের উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

শ্রী প্রাণগোপাল ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায়, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অভিজিৎ বসু, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা তাসনি, আঞ্চলিক পার্সপোর্ট অফিসের উপ-পরিচালক দীপঙ্কর তালুকদার তপু, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির, শিবপুর শিববাড়ি মন্দির কমিটির সভাপতি সুবোধ সাহা, যদুনাথ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় চক্রবর্তী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার প্রমুখ।

রথযাত্রা উপলক্ষে গোপাল মন্দিরে পূজা অর্চনা, গীতাপাঠসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে রথ টানের শুভ সূচনা করা হয়। আর এ রথযাত্রায় অংশ নিতে হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। নয়দিন পরে জগন্নাথ দেবের উল্টো রথ টান অনুষ্ঠিত হবে।

রথযাত্রায় অংশ নিতে আসা ভক্ত সুব্রত রায় বাংলানিউজকে বলেন, ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে রথযাত্রা অন্যতম পূণ্যের কাজ। তাই এখানে স্রষ্টার নৈকট্য লাভের আশায় রথাটানতে এসেছি।

আরে ভক্ত মৌসুমী দেবনাথ জানান, রথযাত্রা উপলক্ষে এখানে ব্যাপক আনন্দ উল্যাস হয়। আমরা ভগবানের কৃপা লাভের জন্য এখানে আসি।

শিবপুর শিববাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বাংলানিউজকে বলেন, ৬শ বছরের এ মন্দিরে রথযাত্রা উৎসবের আয়োজন করেছি। নয়দিন পরে উল্টো রথ টানা হবে। এ নয়দিন ভক্তদের জন্য গিতাপাঠ, শাস্ত্রীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও বাগেরহাট সদরের যাত্রাপুর লাউপালা মন্দিরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।