ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ইউপি চেয়ারম্যানকে হাতুড়ি পেটার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
মাদারীপুরে ইউপি চেয়ারম্যানকে হাতুড়ি পেটার ঘটনায় মামলা মাদারীপুরে ইউপি চেয়ারম্যানকে হাতুড়ি পেটা। (ফাইল ফটো)

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এজাজুর রহমানকে হাতুড়ি পেটার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ জুলাই) সকালে চেয়ারম্যান বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মাদারীপুর সদর মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বাংলানিউজেকে বলেন, চেয়ারম্যানকে হাতুড়ি পেটার ঘটনায় চেয়ারম্যান নিজে বাদী হয়ে ওই এলাকার দেলোয়ার খান, আসাদ মাতুব্বর, খবির মাতুব্বরসহ ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান বাড়ি ফেরার পথে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে তার মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

** মাদারীপুরে ইউপি চেয়ারম্যানকে হাতুড়ি পেটা 

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।