ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
লক্ষ্মীপুরে চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা

লক্ষ্মীপুর: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ মজুপুর এলাকার নন্দন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটি বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

শনিবার (১৪ জুলাই) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহজাহান আলীর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

একই সময় নন্দন ভবনের পয়নিষ্কাশন পাইপ থেকে ড্রেনে দূষণ ছড়ানোর অভিযোগে বাড়ির মালিককে নোটিশ করা হয়।

এ সময় বাড়ির তত্ত্বাবধায়ককে আটক করা হয়।

অভিযান চলাকালে পৌরসভার কাউন্সিলর মো. রায়হান ও পৌরসভার কনজারভেন্সী পরিদর্শক ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।