ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে মার্বেল গুলতির আস্তানায় অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
খাগড়াছড়িতে মার্বেল গুলতির আস্তানায় অভিযান খাগড়াছড়িতে আটকরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার পিস মার্বেল, বেশ কিছু গুলতি তৈরির রাবারসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

শুক্রবার (১৪ জুলাই) রাতে সদরের স্বনির্ভর বাজার, শান্তিনগর, মধুপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হচ্ছেন- মো. সোহাগ, মোবারক হোসেন ও মো. রাসেল।

আটকরা সবাই ব্যবসায়ী।
 
বিশেষ অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরিজ।  
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জনান, আঞ্চলিক দলগুলো বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের ওপর গুলতি, মার্বেল ছোঁড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটায় । এ বিষয়ে টাস্ক ফোর্সের সভায় এসব জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়।  

সেই সিদ্ধান্ত অনুসারে এ বিশেষ অভিযানে মার্বেল গুলতিসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।  
  
বাংলাদেশ সময়: ১২৩০ ঘন্টা, জুলাই ১৪, ২০১৮
এডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।