[x]
[x]
ঢাকা, রবিবার, ৭ শ্রাবণ ১৪২৫, ২২ জুলাই ২০১৮

bangla news

না’গঞ্জে হাসপাতালে যুবকের মরদেহ রেখে পলায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১৪ ৫:৩১:৪৬ এএম
নারায়ণগঞ্জের মানচিত্র

নারায়ণগঞ্জের মানচিত্র

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে সোহাগ (১৮) নামে এক যুবকের মরদেহ রেখে পালিয়ে গেছে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি।

শুক্রবার (১৩ জুলাই) রাত ৮ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল ডা. মান্নান বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে ফতুল্লা মাসইদাইর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক অচেতন এক যুবককে নিয়ে আসেন। এসময় ওই যুবকের অসুস্থতার কারণ জানতে চাইলে তারা জানান, পাঁচতলা ভবনের ছাদ থেকে পরে সে আহত হয়েছে। তার নাম সোহাগ।

কিন্তু পরীক্ষা করার পর দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে তার মৃত্যুর বিষয়টি ওই ব্যক্তিদের জানানো হলে, এর কিছুক্ষণ পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা ও হত্যা তা এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa