ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
রায়গঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০ দুর্ঘটনা কবলিত বাস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দশজন আহত হয়েছেন। আহতদের নামপরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ১৬ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাংলানিউজকে জানান, রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ১৬ মাইল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ১০ জন আহত হন।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।