ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক আস্ত্র-গুলিসহ আটক ইউপিডিএফ সদস্য রণজিত তঞ্চঙ্গ্যা ওরফে রাহেল

রাঙামাটি: রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ রণজিত তঞ্চঙ্গ্যা ওরফে রাহেল (৩৮) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের কুতুকছড়ি এলাকার বোধিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি সদর জোন ২০ বীরের মেজর আশরাফের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালায়।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, ৩ রাউন্ড গুলি, নগদ ২১ হাজার টাকাসহ ইউপিডিএফ সদস্য রনজিত তঞ্চঙ্গাকে আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বাংরানিউজকে জানান, নিরাপত্তা বাহিনী অস্ত্রগুলি ও নগদ টাকাসহ একজনকে আটক করেছে বলে জানতে পেরেছি। তবে আটক ব্যক্তিকে পুলিশের কাছে এখনো হস্তান্তর করা হয়নি।  

নিরাপত্তা বাহিনী ওই এলাকায় এখনো অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান পুলিশে এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।