ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক সচিব জাফর আহমেদ আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
সাবেক সচিব জাফর আহমেদ আর নেই

ঢাকা: সাবেক সচিব জাফর আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

জাফর আহমেদ পরিকল্পনা বিভাগসহ সরকারের বেশ কয়কটি মন্ত্রণালয় ও বিভাগে সচিবের দ্বায়িত্বে ছিলেন।

এদিকে, জাফর আহমেদের মৃত্যুতে পরিকল্পনা কমিশনের বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। এর মহাসচিব ফরিদ আজিজ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলের প্রতি সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এমআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad