ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক নিহত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাজীপাড়া এলাকার ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন নীলফামারীর জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের আজিজুর রহমানের ছেলে ইয়াছিন (৩৫)।

তাৎক্ষণিকভাবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ওই ৩ শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে ওই ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।