ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা এসেছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা এসেছে বাংলাদেশে পৌঁছানোর পর প্লেন থেকে নামছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সি

ঢাকা: বাংলাদেশ-ভারতের সীমান্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও আস্থার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করে গড়ে তুলতেও প্রত্যাশা করছেন তিনি।

শুক্রবার (১৩ জুলাই) তিনদিনের সফরে ঢাকা আসার আগে এক টুইট বার্তায় তিনি বলেন, দুই দেশের স্থল ও নৌ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অপর এক টুইট বার্তায় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক, ভাষাগত ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক রয়েছে।

সে কারণে ভারত বাংলাদেশের সঙ্গে গভীর বন্ধনে সম্পৃক্ত।  

তিনদিনের সফরে শুক্রবার ঢাকায় আসছেন বলেও টু্ইট বার্তায় জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমন্ত্রণে তিনদিনের সফরে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৬টা ঢাকায় এসেছেন রাজনাথ সিং। তবে আসার আগেই বাংলাদেশ সফর নিয়ে দু’টি টুইট করেন তিনি।  

ঢাকার বিমান বাহিনীর বঙ্গবন্ধু এয়ারবেজে সন্ধ্যা ৬টায় একটি বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান রাজনাথ সিং ও তার সফরসঙ্গীরা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা জানান আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় তারা কুশল বিনিময় করেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও এসময় উপস্থিত ছিলেন।  

সফরকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসাদুজ্জামান খাঁন কামালের দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে দুই দেশের নিরাপত্তা, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ