ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা-না’গঞ্জ লিংক রোড সংস্কারে গাফিলতি হলে ছাড় নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
ঢাকা-না’গঞ্জ লিংক রোড সংস্কারে গাফিলতি হলে ছাড় নেই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি ড্রেন নির্মাণ কাজে ধীরগতি ও সমন্বয়হীনতার কারণেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রতিদিন যানজট হচ্ছে এবং এ কারণে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।

শুক্রবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়ায় সংস্কার কাজ পরিদর্শন করে সাংবাদিকদের শামীম ওসমান বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হচ্ছে দেশের ব্যস্ততম সড়কের একটি। প্রতিদিন লাখ লাখ যানবাহন এ রুটে যাতায়াত করে।

লিংক রোডের জন্য প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে দায়িত্ববান লোকেরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমি বিষয়টি মন্ত্রণালয়ের সচিবকে জানিয়েছি। পরে সচিব দ্রুত নির্দেশ দেওয়ার পর শুক্রবার থেকে কাজ শুরু হয়েছে। কিন্তু কাজটি আরও অনেক আগে হয়ে যেতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ’

‘সড়ক ও জনপথ বিভাগের বক্তব্য হচ্ছে, এ লিংক রোডের পাশে একটি ড্রেন হচ্ছে। সিটি করপোরেশন এর কাজটি করলেও কোনো অনুমতি নেওয়া হয়নি। এখানে সমন্বয়হীনতার কারণে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। একটি ছোট ড্রেন করতে সিটি করপোরেশন ৬ মাস সময় নিয়েছে। এটা দ্রুত করা উচিত ছিল। ৫ মাসের আগে ওয়ার্ক অর্ডার হলেও সড়ক ও জনপথ কাজ করতে পারছে না। আমরা কাউকে দোষারোপ করবো না। আমি আশা করবো দ্রুত সিটি করপোরেশন এ ড্রেনের কাজ শেষ করবে। আর লিংক রোড সংস্কারে গাফিলতি হলে ছাড় নেই। ’

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অলিউর রহমান বলেন, ‘গত ৬ মার্চ ১৮ কোটি টাকার কার্যাদেশ হয়েছে। সাধারণত লিংক রোডের কয়েকশ’ মিটারে যানজটের সৃষ্টি হয়। আর ওই স্থানটিতে সিটি করপোরেশন ড্রেন নির্মাণ করছে। এ কাজে ধীরগতির কারণেই আমাদের এ অংশের সড়কের নির্মাণ কাজ হচ্ছে না। তাছাড়া সড়কেই নির্মাণ সামগ্রী রাখার কারণে তা সংকীর্ণ হয়ে যাওয়ায় যানজট হচ্ছে। ড্রেন নির্মাণ উপকার হবে, কিন্তু আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। বিষয়টি বারবার সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে বলা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।