ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৪টি স্বর্ণের বার জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
শাহজালালে ৪টি স্বর্ণের বার জব্দ

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

শুক্রবার (১৩ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ২৩ লাখ ২০ হাজার টাকা বলে ধারণা সংশ্লিষ্টদের।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা ফ্লাইটটির ছয় যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় দু’জনের প্যান্টের কোমরের অংশে বিশেষ কায়দায় লুকোনো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।  

তখন ওই যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দাবি করেন, স্বর্ণের বারগুলো তাদের নয়। দুবাই থেকে চট্টগ্রামে আসা এক যাত্রীর এ স্বর্ণের বার কিছু অর্থের বিনিময়ে তারা বহন করেছেন।

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এমএফআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।