ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপসায় কোটি টাকার চিংড়ি পোনা-কচ্ছপ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
রূপসায় কোটি টাকার চিংড়ি পোনা-কচ্ছপ জব্দ জব্দ হওয়া চিংড়ি পোনা ও কচ্ছপ

বাগেরহাট: রূপসা থানার খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কোটি টাকার চিংড়ি পোনা ও কচ্ছপ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)।

শুক্রবার ( ১৩ জুলাই) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫৭ লাখ পিস চিংড়ি পোনা ও ৭৩ পিস কচ্ছপ জব্দ করা হয়।  

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খান জাহান আলী সেতু এলাকায় অভিযান চালিয়ে চিংড়ি পোনা ও কচ্ছপ জব্দ করা হয়।

জব্দ হওয়া চিংড়ির পোনা ও কচ্ছপের বাজার মূল্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা।  

রূপসা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে চিংড়ি পোনা ও কচ্ছপগুলোকে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ