ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ জব্দ করা ড্রেজাার মেশিন

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল উপজেলার গাজীপুর এলাকার ইছালিয়া চা বাগানের ছড়া থেকে মেশিন দু’টি জব্দ করেন।

তিনি জানান, একটি মহল অবৈধভাবে উল্লেখিত ছড়া থেকে বালু উত্তোলন করে আসছিল।

খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে দুইটি ড্রেজার মেশিন জব্দ করে। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, জব্দকৃত মেশিন দু’টি ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতেও এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন তৎপর থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।