ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হেলমেট পরায় উদ্বুদ্ধ করতে চালকদের গাছের চারা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
হেলমেট পরায় উদ্বুদ্ধ করতে চালকদের গাছের চারা বিতরণ হেলমেট পরা মোটরসাইকেল চালকদের গাছ দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: হেলমেট পরে মোটরসাইকেল চালানোয় গোপালগঞ্জে পুরস্কার হিসেবে চালকদের গাছের চারা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় “আমরা সবাই পরোপকারী” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ চারা বিতরণ করে।

হেলমেট পরে মোটরসাইকেল চালাতে উদ্বুদ্ধ করতে তারা এ উদ্যোগ নেন।

কার্যক্রম চলাকালে ওই সড়কে চলাচলকারী হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করে একটি করে ফলদ বৃক্ষের চারা তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের সদস্যরা।  

এসময় যেসব চালকরা হেলমেট পরা ছিলেন না তাদেরও একটি করে গাছের চারা ধরিয়ে দিয়ে হেলমেট পরার পরামর্শ দেওয়া হয়।  

এসময় সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আল ইমরান সুমন, গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুসলীমা জান্নাতুল তানিয়াসহ সংগঠনের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ