ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে ড্রাগ সুপার ও সহকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
লালমনিরহাটে ড্রাগ সুপার ও সহকারী আটক

লালমনিরহাট: লালমনিরহাটে ফেনসিডিলসহ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মেহিদী হাসান পল্লব (৪০) ও তার অফিস সহকারী আতাউর রহমান সাজুকে (৩৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুলাই) দুপুরে তাদের সদর উপজেলার দুরাকুটি এলাকা থেকে আটক করা হয়।

আটক পল্লব রাজশাহী জেলার রাজাপাড়া প্যারা মেডিকেল রোড এলাকার আফজাল হোসেনের ছেলে।

তিনি লালমনিরহাট জেলা জেলা ঔষধ তত্ত্বাবধায়ক পদে কর্মরত। অপরজন তার অফিসের অফিস সহকারী (মাস্টারোল) সাজু কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার মমিনগঞ্জের আব্দুল খালেকের ছেলে।  

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে পল্লব ও সাজুকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।  

পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় তাদের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।