ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাবনায় উৎসবের আমেজ

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাবনায় উৎসবের আমেজ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তোরণ নির্মাণসহ ব্যাপক সাজ সজ্জার কাজ চলছে জেলাব্যাপী। ছবি: বাংলানিউজ

পাবনা: রূপপুর পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট পোরিং ডেট (এফসিডি) কাজের উদ্বোধন ও পাবনা-মাঝগ্রাম রেলপথের উদ্বোধনসহ অর্ধশতাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করতে শনিবার (১৪ জুলাই) পাবনায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এছাড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল জনসভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাবনা জেলায় সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।

নতুন রূপে সাজানো হচ্ছে সার্কিট হাউজ, সংস্কার হচ্ছে ভাঙাচোরা রাস্তাঘাট, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেয়াল লেখন, আলোক সজ্জা, তোরণ নির্মাণসহ ব্যাপক সাজ সজ্জার কাজ।

প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছেন।

পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রধানমন্ত্রীর কর্মসূচি সুন্দর করার জন্য আমরা সকলের সমন্বয়ে কাজ করছি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বাংলানিউজকে বলেন, শনিবারের জনসভা হবে স্মরণকালের বৃহৎ জনসভা। পাবনা পুলিশ লাইন্স মাঠ জনতার মহাসমুদ্রে পরিণত হবে।

উল্লেখ, শনিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট পোরিং ডেট (এফসিডি) কাজের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।