ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়ির উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপহরণের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
খাগড়াছড়ির উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপহরণের চেষ্টা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমাকে (৪৫) অপহরণের চেষ্টা করা হয়েছে। এসময় তাকে মারধর করা হয়। ঘটনার পর চারজনকে আটক করেছে পুলিশ। 

এদিকে আহত চঞ্চু মণি চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরে কোর্ট বিল্ডিং সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানের সামনে থেকে একদল যুবক চঞ্চু মণি চাকমাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিতে চাইলে তিনি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পালাতে গিয়ে পোস্ট অফিসের দুই নম্বর গেটের সামনে পড়ে গেলে সেখানে ৫/৬ জন যুবক তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এসময় স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজারে নিয়ে আসে। পরে পুলিশ পাহারায় তাকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার জড়িত থাকা চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।  

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘন্টা, জুলাই ১৩, ২০১৮
এডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।