ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় দাদি-নাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় দাদি-নাতির মৃত্যু .

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় দাদি-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার কালুমিয়ার স্ত্রী সফিয়া বেগম (৫৫) ও তার নাতি আহাদ (৪)। আহাদ ঘাটাইল উপজেলার সুবুর মিয়ার ছেলে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সুফিয়া ও তার নাতি কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকার ইয়াসিনের বাড়িতে বেড়াতে আসেন। সকালে সুফিয়া তার নাতি আহাদকে নিয়ে রেল লাইন দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নুর এ আলম বাংলানিউজকে জানান, ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোনো মরদেহ পাইনি।  

স্থানীয়দের বরাত দিয়ে এসআই নুর আরো জানান, সকালে ঘটনার পরপরই মরদেহ দুটি স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।