ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলছে বিএফইউজে নির্বাচন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
চলছে বিএফইউজে নির্বাচন  উৎসবমুখর পরিবেশে বিএফইউজে নির্বাচন চলছে

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্ধারিত সময়ে সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল ফারুক-শাবান-দীপ পরিষদ, অন্যটি জলিল-কাজল-মধু পরিষদ।

ফারুক-শাবান-দীপ পরিষদের সভাপতি ওমর ফারুক, মহাসচিব শাবান মাহমুদ ও কোষাধ্যক্ষ পদে দীপ আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, মহাসচিব জাকারিয়া কাজল ও কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল। এর বাইরে সভাপতি পদে নির্বাচন করছেন মোল্লা জালাল।

ঢাকাসহ দেশের ১১টি কেন্দ্রে একযোগে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। ঢাকার বাইরে অন্য কেন্দ্রগুলো হলো- চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, বগুড়া, কক্সবাজার, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ।

শুরু থেকেই ভোটাররা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এসকে/আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad