ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

টাঙ্গাইল: সদর উপজেলার বেগমটাল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আফজাল হোসেন (৩৫) নামে এক শীর্ষ মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আফজাল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল গ্রামের আ. করিমের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেগুনটাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে আফজাল গুলিবিদ্ধ হলে বাকিরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আফজালকে টাঙ্গাইল জেনারেল হাসপালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, এক হাজার ৪২ পিস ইয়াবা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

নিহত আফজালের বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।