[x]
[x]
ঢাকা, শনিবার, ৬ শ্রাবণ ১৪২৫, ২১ জুলাই ২০১৮

bangla news

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১২ ২:৪৩:২৬ এএম
গাইবান্ধা

গাইবান্ধা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ছাইদার রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১১ জুলাই) রাতে উপজেলার ঘোড়াঘাট সড়কের বাগমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছাইদার পলাশবাড়ী উপজেলার নিমদাশের ভিটা গ্রামের মৃত বয়ান ব্যাপারীর ছেলে। 
  
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, রাতে দিনাজপুর থেকে ইজিবাইকে করে ছাইদার পলাশবাড়ী যাচ্ছিলেন। এ সময় মেরিরহাট বাগমাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ছাইদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa