ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৩০ জন কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
ফরিদপুরে হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৩০ জন কারাগারে হত্যা মামলা আসামিরা

ফরিদপুর: ফরিদপুরে হত্যা মামলার আসামি সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ৩০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ জুলাই) দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলালউদ্দিন এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ৩০ জন লিটন আলম হত্যা মামলার আসামি।

নিহত লিটন সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল আলি মাতুব্বর ছেলে। পল্লি চিকিৎসক লিটন ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকও ছিলেন।  

২০০৮ সালের ২১ মার্চ সকাল ৯টার দিকে ইউসুফদিয়া গ্রামের হাই মাতুব্বরের বাড়ির সামনে লিটনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন লিটনের ভাই শাহ আলম বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জন আসামির একজন ইতোমধ্যে মারা গেছেন এবং বাকি দুইজন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।