ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইটনায় ৩৫ হতদরিদ্রকে আর্থিক সাহায্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
ইটনায় ৩৫ হতদরিদ্রকে আর্থিক সাহায্য হতদরিদ্রদের মধ্যে আর্থিক সাহায্য। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় ৩৫ জন হতদরিদ্রকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ জুলাই) বিকেলে ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান এসব চেক বিতরণ করেন।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিকের ঐচ্ছিক তহবিল থেকে ৩৫ জন হতদরিদ্রকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান হিসেবে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনুদানপ্রাপ্ত হতদরিদ্র পরিবারের লোকজন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ