[x]
[x]
ঢাকা, বুধবার, ৩ শ্রাবণ ১৪২৫, ১৮ জুলাই ২০১৮

bangla news

হবিগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১১ ৮:০৩:১৪ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় গাছ থেকে লাফ দিয়ে পুকুরের পানিতে ডুবে মুনসাদ শিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুলাই) বিকেল ৫টায় শহরের রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুনসাদ ওই এলাকার নূরে আলমের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে মুনসাদ খেলাধূলার একপর্যায়ে রাজনগর কবরস্থান এলাকায় গাছ থেকে লাফ দিয়ে পুকুরের পানিতে পড়ে। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ সদর হাসপাতাল মর্গে ছিলো। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে বলে জানিয়েছ পুলিশ।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa