ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নীলফামারী: সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দরের আব্দুলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনারা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুলাই) সকালের দিকে ওই গৃহবধূর শয়ন কক্ষ পরিস্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারা ওই গ্রামের গয়শাপাড়ার আকবর আলীর স্ত্রী।

 

পরিবার সূত্রে জানায় যায়, সকালে মিনারা তার শয়ন কক্ষ পরিস্কার করার সময় ঘরের মেঝেতে থাকা মাল্টি-প্লাগে অসাবধানতাবশত হাত লাগলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।