ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-ওয়াশিংটনের অংশীদারিত্ব গভীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
ঢাকা-ওয়াশিংটনের অংশীদারিত্ব গভীর

ঢাকা:  ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ঢাকা-ওয়াশিটনের মধ্যে গভীর অংশীদারিত্ব রয়েছে। দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব বেড়ে চলেছে বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (১১ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মার্শা বার্নিকাট।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরো গভীর হয়েছে। যুক্তরাষ্ট্র এই সম্পর্কের মূল্যায়ন করেও চলেছে বলে মন্তব্য করেন তিনি।  

মার্শা বার্নিকাট বলেন, দুই দেশের বন্ধুত্ব সমানভাবে ভাগাভাগি করে চলেছে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে গতকাল দুই দেশের মধ্যে যে সম্পর্ক ছিলো, আজ তার কোনো পরিবর্তন হয়নি।  

এসময় মার্শা বার্নিকাটের কাছে বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ১১ , ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।