ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দাম বাড়ার কারণ জানে না তিন কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
দাম বাড়ার কারণ জানে না তিন কোম্পানি

ঢাকা: হঠাৎ করে অস্বাভাবিক হারে দাম বাড়ছে আনোয়ার গ্যালভানাইজিং, পেনিনসুলা চিটাগাং এবং জিকিউ বলপেন কোম্পানির শেয়ারের। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অস্বাভাবিক হারে দাম বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানি তিনটি মঙ্গলবার (১০ জুলাই) জানিয়েছে, তাদের কাছে দাম বৃদ্ধির কোনো সংবেদনশীল তথ্য নেই।

বুধবার (১১ জুলাই) ডিএসই-এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিগুলো মধ্যে প্রকৌশল খাতের আনোয়ার গ্যালভানাইজি লিমিটেডের শেয়ারের দাম (গত ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত) ৭৯ দশমিক ৯০ টাকা থেকে বেড়ে ১০১ টাকায় দাঁড়িয়েছে।

অর্থাৎ পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক ১০ টাকা।

একই সময়ে পর্যটন খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগাং লিমিটেডের শেয়ারের দাম সাড়ে ৫ টাকা বেড়ে ২৩ দশমিক ১০ টাকা থেকে বেড়ে ২৮ দশমিক ৬০ টাকায় দাঁড়ায়। এছাড়া জিকিউ বলপেন ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারের দাম ১৬ দশমিক ২০ টাকা বেড়ে ১০৮ দশমিক ৩০ টাকায় দাঁড়ায়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।