ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাটোরে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
নাটোরে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি। ছবি: বাংলানিউজ

নাটোর: চাকরি জাতীয়করণসহ বকেয়া বেতন পরিশোধের দাবিতে নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীরা অর্ধ-দিবস কর্মবিরতি পালন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাটোর এলজিইডি অফিসের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।

এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ নাটোর শাখার সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আক্তারুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক আলী এবং দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলী প্রমুখ।

এসময় বক্তারা অনতিবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধ করে উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টের রায়ের প্রতি সম্মান দেখিয়ে নাটোরে ৪৬ জনসহ সারাদেশের ৩ হাজার ৮২৩ জনের চাকরি জাতীয়করণের দাবি জানান। অন্যথায়, সারাদেশে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার ঘোষণা দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।