ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘লালকার্ড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
ফরিদপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘লালকার্ড’ লালকার্ড প্রদর্শন করে পুলিশের র‌্যালি, ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরে মাদকের বিরুদ্ধে ‘লালকার্ড’ প্রদর্শন করে র‌্যালি করেছে জেলা পুলিশ। 

বুধবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানা থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে র‌্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদক বিক্রেতাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। তাই তাদের সতর্ক করতেই লালকার্ড প্রর্দশন করে র‌্যালি করা হয়েছে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, আতিকুল ইসলাম, গোলাম মোস্তফা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো রাকিব হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর খোরশেদ আলম, জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।