ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুর ওরফে নুরা (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার (১১ জুলাই) ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন দেওসুর এলাকায় ডায়মন্ড মেলামাইন কারখানার সামনে এ ‘বন্দুকযুদ্ধে’ হয়।  

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বিষয়টি
নিশ্চিত করে বাংলানউজকে জানান, উপ-পরিদর্শক বিপুল চন্দ্রের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে নুরাকে গ্রেফতার করে।

নুরার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকের ২১টি মামলা রয়েছে। পরে তাকে নিয়ে দেওসুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে সেখানে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্বরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।  

এ সময় নুরা গুলিবিদ্ধ হয় এবং ডিবি পুলিশের ৬ সদস্য আহত হন। নুরাকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮/ আপডেট: ১০২৮ ঘণ্টা
আরবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ