ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হজ ফ্লাইটের সাড়ে ১২ হাজার টিকিট অবিক্রিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
হজ ফ্লাইটের সাড়ে ১২ হাজার টিকিট অবিক্রিত

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হচ্ছে শনিবার (১৪ জুলাই)। কিন্তু এখন পর্যন্ত অবিক্রিত রয়েছে বিমানের হজ ফ্লাইটে সাড়ে ১২ হাজার টিকিট। তাই সুষ্ঠু হজযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দ্রুত টিকিট সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুসারে এ বছর ভিসার আগেই সব এজেন্সিকে তাদের যাত্রীদের টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়।

এ সত্ত্বেও ২৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন হজ ফ্লাইটের টিকিট এখনো নেয়নি কিছুসংখ্যক হজ এজেন্সি। প্রায় সাড়ে ১২ হাজার টিকিট এখনো অবিক্রিত রয়েছে।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছর সৌদি সরকার নির্ধারিত স্লটের বাইরে অতিরিক্ত কোনো হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না বলে অবহিত করেছে। এমতাবস্থায় সুষ্ঠু হজযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে দ্রুত টিকিট সংগ্রহে বিমানের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।