ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে গ্রেনেড উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
বাগেরহাটে গ্রেনেড উদ্ধার উদ্ধারকৃত গ্রেনেড। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-৬। 

মঙ্গলবার (১০ জুলাই) রাতে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের সিরাজ মাস্টারের বাজার থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেড মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার সোয়েব বাংলানিউজকে জানান, গ্রেনেড আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া যায়। এটি বেশ পুরোনো, তবে সক্রিয়। এটি মোরেলগঞ্জ থানায় রাখা হয়েছে। আমাদের বোমা ডিসপোজাল ইউনিট এলে এটি নিস্ক্রিয় করা হবে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস বলেন, একটি পরিত্যক্ত গ্রেনেড আমাদের কাছে জমা দিয়েছে র‌্যাব।  

বাংলাদেশ  সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।