ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অপহৃত ২৭ জনের মধ্যে ১২ জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
অপহৃত ২৭ জনের মধ্যে ১২ জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে অপহৃত ২৭ গ্রামবাসীর মধ্যে ১২ জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। 

মঙ্গলবার (১০ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির আহ্বায়ক এবং নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা এ কথা জানিয়েছেন।  

বিবৃতিতে তিনি জানান, সংস্কারবাদী জেএসএস ও নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও অপহৃত গ্রামবাসীদের উদ্ধারের দাবিতে মঙ্গলবার উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ পালিত হয়েছে।

এলাকার জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে অপহৃত ২৭ গ্রামবাসীর মধ্য থেকে ইতোমধ্যে ১২ জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

গত ৪ জুলাই নানিয়ারচর বাজার থেকে ২ জন এবং ৮ জুলাই  কতুকছড়ি বাজারে আসার পথে হাতিমারা মুখ এলাকা থেকে ২৭ গ্রামবাসীকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। এ অপহরণের জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুপ প্রতিপক্ষ জেএসএস সংস্কার এবং  ইউপিডিএফ বর্মা গ্রুপকে দায়ী করা হয়েছে। তবে সংগঠন দু’টি  এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।  

** নানিয়ারচরে ২৭ জনকে অপহরণের অভিযোগ 

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।