ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাবনায় চালু হলো জনসুরক্ষা হেল্পলাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, জুলাই ৮, ২০১৮
পাবনায় চালু হলো জনসুরক্ষা হেল্পলাইন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনসুরক্ষা হেল্পলাইনের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

পাবনা: সহিংসতা, শিশু স্বার্থ সুরক্ষা ও বাল্য বিয়েসহ সারাদেশের মধ্যে এই প্রথম পাবনায় চালু হলো জেলা জনসুরক্ষা হেল্পলাইন। 

রোববার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।  

পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আব্দুল মতীন খান, অনন্য’র নির্বাহী পরিচালক মাহফুজ আলী কাদেরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 

সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখের সঞ্চালনায় বক্তারা বলেন, জেলা জনসুরক্ষা হেল্পলাইনের মাধ্যমে জেলার একেবারে গ্রাম পর্যায়ে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করা হবে। সহিংসতা, শিশু স্বার্থ সুরক্ষা, মাদক, বাল্যবিয়েসহ সামাজিক নিরাপত্তামূলক যেকোন সমস্যায় সরাসরি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করতে পারবেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, সমাজের নানা প্রকার সমস্যা সমাধানে আমরা বদ্ধ পরিকর।  

তিনি আরো বলেন, জনসাধারণের দোর গোড়ায় স্বল্প সময়ে সেবা নিশ্চিত করা হবে। জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখের মাধ্যমে মানবতামূলক কাজ ও শিশু স্বার্থ সুরক্ষাসহ বিভিন্ন কার্যক্রমের কথা আমাদের হেল্পলাইনে ফোন করে অবহিত করলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।   

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।