ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধর্মপাশায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, জুলাই ৮, ২০১৮
ধর্মপাশায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুলাই) দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুই শিশু হলো- উত্তরবীর গ্রামের বাপ্পী মিয়ার ছেলে মোদাক্কির মিয়া (০৩) ও একই গ্রামের আরিফ মিয়ার মেয়ে মোন্তাহার বেগম (০২)।

তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বোন।

স্থানীয়রা জানায়, দুপুরে নিজেদের বাড়ির উঠানে মোদাক্কির ও মোন্তাহার ফুটবল খেলছিলো। এক পর্যায়ে পরিবারের অজান্তে তারা দুইজন বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে যায়। পরে তাদের ওই ডোবা থেকে তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জিত তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।