রোববার (৮ জুলাই) সকালে নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের আবদুল খালেকের ছেলে সাইফুল ইসলাম সজিব (২০), একই উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে নূর হোসেন সুমন (৩২), মহব্বতপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আবদুর রহিম শাকিল (২১) ও মধ্যম করিমপুর গ্রামের আবুল কালামের ছেলে তানভীর হোসেন পলাশ (২০)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এসআরএস