ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পানামা-প্যারাডাইস: বিদেশিসহ ৭ ব্যবসায়ীকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, জুলাই ৮, ২০১৮
পানামা-প্যারাডাইস: বিদেশিসহ ৭ ব্যবসায়ীকে দুদকে তলব

ঢাকা: আলোচিত পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির ঘটনায় এক বিদেশিসহ সাত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৮ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক চিঠিতে সংশ্লিষ্টদের নির্দিষ্ট তারিখে হাজির হতে বলা হয়েছে।  

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ওই সাতজনকে আগামী ১৬ ও ১৭ জুলাই দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে।  

দুদকের তলব পাওয়াদের মধ্যে ইউনাইটেড গ্রুপের পরিচালক হাসান মাহমুদ রাজা, খন্দকার মঈনুল আহসান, আহমেদ ইসমাইল হোসেন এবং আকতার মাহমুদকে পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় ১৬ জুলাই হাজির হতে বলা হয়েছে।  

আর প্যরাডাইস পেপারস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বিদেশি নাগরিক রিক জনসন আনড্রেস উইলসন, ইন্ট্রিডিপ গ্রুপের ফারহান ইয়াকবুর রহমান ও ফেলকন শিপিংয়ের মাহতাবা রহমানকে ১৭ জুলাই তলব করেছে দুদক।

কর ফাঁকি ও অর্থপাচার সংক্রান্ত সাড়া জাগানো পানামা পেপারস কেলেঙ্কারিতে এ পর্যন্ত রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ ৩৪ বাংলাদেশি ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছেন এই সাত ব্যবসায়ী।  

অভিযোগ অনুসন্ধানে ২০১৬ সালের এপ্রিলে দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁঞাকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক।  

অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন- দুদকের সহকারী পরিচালক মজিবুর রহমান ও উপ-সহকারী পরিচালক।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮/আপডেট: ১৭৫৮ ঘণ্টা
আরএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।