রোববার (০৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
যদিও মন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে সংসদে প্রশ্নের জবাবে দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
সংসদে দেওয়া তথ্যানুযায়ী বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন নগর পরিকল্পনাবিদ কর্মরত আছেন। তবে মন্ত্রী জানান, নগর পরিকল্পনাবিদের পদ সৃষ্টির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে এলজিইআরডি মন্ত্রী জানান, দরিদ্র-সীমার নিচে থাকা মোট শিশুর মধ্যে এখনো অনেক শিশু স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা থেকে বঞ্চিত। বর্তমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
‘এই প্রকল্পের আওতায় ১ লাখ ৫০ হাজার স্বল্প মূল্যে ল্যাট্রিন, ৯৭০টি কমিউনিটি টয়লেট এবং ৫০ টি পাবলিক টয়লেট স্থাপন করা হবে। এরই মধ্যে ১ লাখ ৫ হাজার স্বল্প মূল্যে ল্যাট্রিন এবং ৮৪০টি কমিউনিটি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এসএম/এমএ