ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারে সংঘর্ষে আহত রোজিনার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, জুলাই ৮, ২০১৮
আড়াইহাজারে সংঘর্ষে আহত রোজিনার মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আহত রোজিনা আক্তার (২৫) মারা গেছেন।

রোববার (৮ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোজিনা উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।


 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যারচর গ্রামের যুবলীগ নেতা বাবুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার মধ্যে মাছ ধরার চাইপাতাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। শনিবার (৭ জুলাই) রাতে বাবুল চাই দিয়ে বাড়ির সামনে খালে মাছ ধরতে যান। এতে লিটন মেম্বারের লোক সুজন বাধা দেন। এই নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের লোকজন টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ঘটনাস্থলেই সুজন নিহত হন। এসময় নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। যাদের মধ্যে রোজিনা ছিল। রোজিনা বাবুল মিয়ার পক্ষের।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক বাংলানিউজকে জানান, শনিবারের সংঘর্ষ ও দু’জন নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।