ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোরে গোয়ালঘরের মাটি খুঁড়ে বিষ্ণুমূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, জুলাই ৮, ২০১৮
নাটোরে গোয়ালঘরের মাটি খুঁড়ে বিষ্ণুমূর্তি উদ্ধার বাম থেকে মূর্তিটি উদ্ধার করা হচ্ছে ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মূর্তিটি

নাটোর: নাটোর সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া গ্রামের একটি বাড়ির গোয়ালঘর থেকে কষ্ঠি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

রোববার (০৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মূর্তিটি উপস্থাপন করে উদ্ধারের বিষয়টি জানান জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এর আগে শনিবার (০৭ জুলাই) দিনগত রাতে ওই গ্রামের কালু প্রামাণিকের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র মূর্তি কেনা-বেচার উদ্দেশে উপজেলার পশ্চিম হাগুড়িয়া গ্রামের কালু প্রামাণিকের বাড়ির গোয়ালঘরের মাটিতে মূর্তিটি পুঁতে রাখেন। খবর পেয়ে শনিবার রাতে আনসার সদস্যদের সঙ্গে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানকালে ওই বাড়ির গোয়ালঘরের মেঝের কিছু জায়গা প্লাস্টার করা দেখে অভিযান দলের সন্দেহ হয়। পরে তারা প্লাস্টার করা জায়গা খুঁড়ে প্রায় ৭০ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করে।

নাটোর নেজারত ডেপুটি কালেক্টরেট অনিন্দ মণ্ডল বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত কষ্ঠি পাথরের মূর্তিটি জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় রাখা হয়েছে। যার মূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।