রোববার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নীল ওই উপজেলার ইন্নাত নগর গ্রামের বাসিন্দা কনর আলী ছেলে।
স্থানীয়রা জানান, নীল মিয়া দুপুরের দিকে তার গ্রাম থেকে রিকশায় করে পাগলা বাজারে যাচ্ছিলেন। এ সময় ইন্নাত নগর থেকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে রিকশাটি ওঠা মাত্রই সিলেটগামী একটি যাত্রীবাহী বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই নীল মিয়া মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুন মিয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এসআরএস