ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্ভরযোগ্য তথ্যসহ সংবাদ প্রকাশে শীর্ষে বাংলানিউজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
নির্ভরযোগ্য তথ্যসহ সংবাদ প্রকাশে শীর্ষে বাংলানিউজ কেক কেটে বেনাপোলে বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): নির্ভরযোগ্য তথ্যসহ সংবাদ প্রকাশে বাংলানিউজ সবার শীর্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

দেশের শীর্ষ মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর অষ্টম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রোববার (০১ জুলাই) সকাল ১১টার দিকে পৌর কনফারেন্স অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মেয়র লিটন বলেন, সময় পাল্টেছে।

আজকের খবর জানতে এখন কেউ কালকের পত্রিকার জন্য অপেক্ষায় থাকতে চায় না। সংবাদ জগতে এখন  রাজত্ব করছে অনলাইন নিউজপোটার্লগুলো। সেখানে বাংলানিউজ নির্ভরযোগ্য তথ্যসহ সংবাদ প্রকাশে শীর্ষে রয়েছে। যা আগামী দিনগুলোতেও এমন ধারাবাহিকতা বজায় রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম, কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা, কাস্টমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোস্তফা মামুন, শার্শা উপজেলা দুনীতি দমন কমিশনের সভাপতি ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আহাসান উল্লাহ মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ ও শাহ আলম হাওলাদার।

বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও সীমান্ত এলাকা বেনাপোল। বাংলানিউজের মাধ্যমে আমরা এখানকার বাণিজ্যিক সমস্যা, উন্নয়ন, সম্ভবনা ও সীমান্তের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেয়ে থাকি। দেশ গঠন ও মানবকল্যাণে কাজ করতে বাংলানিউজ পাঠকের ভালোবাসা সঙ্গে নিয়ে উত্তরোত্তর আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন-বেনাপোল ডিগ্রি কলেজের প্রভাষক ইদ্রিস আলী, পৌর কাউন্সিলর কামরুন নাহার আন্না, বাজার কমিটির সেক্রেটারি আব্দুল ওয়াহেদ দুদু, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আজিবর রহমান, শার্শা বার্তা পত্রিকার প্রকাশ ও সম্পাদক আব্দুস ছালাম গফ্ফার, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ম্যানেজমেন্ট এডিটর শুকুমার দেবনাথ, সাংবাদিক এমএ রহিম, আনিসুর রহমান, শাহিদুল ইসলাম শাহিন, আবুল বাশার, আব্দুল জলিল, নাসির উদ্দিন, আইয়ুব হোসেন পক্ষি, রুবেল হোসেন, নাজির হোসেন, রাসেল হোসেন, শাহাবুদ্দিন আহম্মেদ, স্বপন আহম্মেদ, মাসুদুর রহমান শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।