ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হালুয়াঘাটে বিএসএফের গুলিতে কৃষক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
হালুয়াঘাটে বিএসএফের গুলিতে কৃষক আহত বিএসএফের গুলিতে আহত কৃষক, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোফাজ্জল হোসেন (২৫) নামে এক কৃষক আহত হয়েছেন।

মোফাজ্জল স্থানীয় গাজিরভিটা ইউনিয়নের বান্দরকাটা গ্রামের আতাব আলীর ছেলে।  

সোমবার (২৫ জুন) দুপুরে উপজেলার বান্দরকাটা সীমান্তে এ ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, দুপুরে উপজেলার বান্দরকাটা সীমান্তে গরু চরাচ্ছিলেন মোফাজ্জল। পরে গরুটি ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। এ সময় মোফাজ্জল ভারতীয় সীমান্তে প্রবেশ করে গরু আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এসময় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)  হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad