ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ডেপুটি স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ডেপুটি স্পিকারের শোক

ঢাকা: নিজ নির্বাচনী এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি ট্রাকের দুর্ঘটনায় কয়েকজন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। 

একই সঙ্গে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।  

সোমবার (২৫ জুন) বিকেলে এক বার্তায় এ শোক জানানো হয়।

এর আগে সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৯ জন।  

নিহতরা হলেন-গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর এলাকার মো. রফিকুল ইসলাম, একই উপজেলার ভরতখালী এলাকার আবুল হোসেন, আব্দুল রাজ্জাক ও ছায়দুর রহমান, ফুলছড়ি উপজেলার তুলসীঘাট এলাকার খলিলুর রহমান।

এ ঘটনায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং আহতদের চিকিৎসায় দলের পক্ষ হতে আর্থিক সাহায্যসহ সুচিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
 
নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এসএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।