ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৫ জুন) দুপুরে এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

সহকারী পরিচালক বাংলানিউজকে জানান, অভিযানে শহরের টাউন হল এলাকায় মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ও বেভারেজ সামগ্রী বিক্রি ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে রাফি কসমেটিকসকে পাঁচ হাজার, আশারাফ জাহান মার্কেটে পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ক্যাফে প্রিমিয়ার অ্যান্ড ফাস্ট ফুডকে সাত হাজার, একই মার্কেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের অপরাধে সোনার তরী চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার ও বাণিজ্যিক এলাকার ম্যাংগো রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন এবং হবিগঞ্জ জেলা পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।